নবজাতকের কানে আরবি হরফের আকৃতি
রাজশাহীতে ‘আল্লাহ’ লেখার আদলে কান নিয়ে জন্ম নেওয়া নবজাতক
আরবি ‘আল্লাহ’ লেখার আদলে কান নিয়ে রাজশাহীতে জন্ম হয়েছে এক নবজাতকের। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়। ঘটনা জানাজানি হলে বুধবার (১৩ জানুয়ারি) চারদিকে শোরগোল পড়ে যায়।
জানা যায়, ওই নবজাতকের নাম রাখা হয়েছে ওমর ফারুক। তার মায়ের নাম সানজিদা আক্তার। নবজাতকের বাবা সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা আবু হোসেন।
বিজ্ঞাপন
ওমর ফারুক আবু হোসেন-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। তার দুই বছর বয়সী আব্দুল্লাহ নামের আরেক ছেলে সন্তান রয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মী আবু হোসেন চাকরি সূত্রে নারায়াণগঞ্জে অবস্থান করছেন। প্রসূতি ও নবজাতকের দেখাশোনা করছেন নগরীর মেহেরচণ্ডি নগর স্বাস্থ্য কেন্দ্রের পরিবারকল্যাণ সহকারী শামীমা আক্তার। তিনি সানজিদার আপন বোন।
বিজ্ঞাপন
শামীমা আক্তার বলেন, প্রসব বেদনা নিয়ে সোমবার ক্লিনিকে ভর্তি হন সানজিদা। ওই দিন দুপুরে সিজারিয়ান অস্ত্রোপচারে ছেলে সন্তান জন্ম দেন।
প্রথম দিকে তারা নবজাতকের কান দুটি সেইভাবে খেয়াল করেননি। পরদিন সকালে পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করেন দুই কানেই আরবি হরফে ‘আল্লাহ’ লেখার আদল।
শামীমা আরও জানান, সানজিদা ধার্মিক প্রকৃতির। নামাজ-রোজা নিয়মিত করেন। এটি তার কাছে আল্লাহর নেয়ামত।
বিষয়টি নিশ্চিত করেছেন মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী। তিনি বলেন, ‘নবজাতকের দুই কানে হুবহু আরবিতে ‘আল্লাহু’ লেখা। নিজের চোখ তিনি বিশ্বাস করতে পারছিলেন না। সবই আল্লাহ প্রদত্ত।’
তবে এটি দৈহিক গঠনের জন্মগত ত্রুটি বলে জানিয়েছেন ক্লিনিকের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. ওয়ালিদ চৌধুরী।
তিনি বলেন, হয়তো এটি ‘কনজিনাইটাল অ্যানোলমলি’। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পরিবার চাইলে পরীক্ষা করাতে পারেন।
এমএসআর