সাতক্ষীরা শহরের ঘুড্ডিরডাঙ্গি সালাতুন্নেসা দারুল কোরআন হাফেজি মাদরাসার ২০ শিক্ষার্থীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরিফ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৫টায় এ উপহার তুলে দেয় মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পরিচালনা করে চিলড্রেন রাইটস নামের শিশু সংগঠন। শিশুদের অধিকার নিয়ে কার্যক্রম পরিচালনা করে এসব শিক্ষার্থী। এছাড়া সেবামূলক কার্যক্রমও পরিচালিত হয় এ সংগঠনের মাধ্যমে।

চিলড্রেন রাইটস সংগঠনের সভাপতি স্কুলের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার বলে, আমরা স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্ররা মিলে সংগঠনটি পরিচালনা করছি। সংগঠনের ৪০ জন সদস্য রয়েছে। সেবামূলক কাজের জন্য আমরা সংগঠনে মাসিক ৫০-৬০ টাকা করে জমা রাখি। করোনার সময় স্কুল বন্ধ। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া খরচের টাকা লাগে না। সেই টাকা একত্রিত করে সেবামূলক কাজে লাগাচ্ছি আমরা। এছাড়া শিশুদের অধিকার নিয়েও কার্যক্রম পরিচালনা করছি।

স্কুলছাত্র ফাহিম শাহরিয়ার বলে, মাদরাসার ২০ জন ছাত্রকে কোরআন শরিফ উপহার দিয়েছি। এছাড়া উন্নতমানের মাস্কও তুলে দিয়েছি তাদের হাতে। আমাদের সবাইকে মানবিক হয়ে সকলের পাশে দাঁড়াতে হবে।

মাদরাসা কর্তৃপক্ষের হাতে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়ার সময় স্কুলছাত্রদের করা সংগঠনটির সদস্য জুবায়ের, নাইমুর, তানভীরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিল।

আকরামুল ইসলাম/এমএএস