অভিযুক্ত মজনু প্রামাণিক

বগুড়ার শেরপুর উপজেলায় দিনে-দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (০৬ আগস্ট) সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত মজনু প্রামাণিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজনু প্রামাণিক উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের রাশেদ প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুরের রাজাপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ ঘরে শুয়ে ছিলেন ওই গৃহবধূ। এ সময় মজনু প্রামাণিক তার ঘরে ঢুকে পড়েন এবং একা পেয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মজনু প্রামাণিক কৌশলে দ্রুত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। এছাড়াও ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন জনি/আরএআর