বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গে ৩ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন ও সুস্থ হয়েছেন ৯৮ জন।
শনিবার (৭ আগস্ট) বেলা ২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ২ জন। তারা হলেন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিবগঞ্জের মিনা রানী (৫৬) এবং সদরের হাফিজুর রহমান (৮১) মারা যান। এ ছাড়া বাকি ৩ জন অন্য জেলার। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সরকারি হিসাব অনুযায়ী ৫৯২ জন।
ডা. তুহিন জানান, বগুড়ায় প্রতিদিন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। শনিবার মোট ২৩৫টি নমুনায় ৫০ জনের পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরের ৪৬ জন এবং বাকি ৪ জন শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীর বাসিন্দা।
বিজ্ঞাপন
ডা. তুহিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮ জন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২১৫ জন।
বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৪৯৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শজিমেকে ২৩১ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৬৮ জন, টিএমএসএস হাসপাতালে ৭৭ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
সাখাওয়াত হোসেন জনি/এনএ