যশোরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৬৭৯ জনে। একই সময়ে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৩৮৯ জনে।

শনিবার (৭ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৮৮ জন, কেশবপুরে ২ জন, মনিরামপুরে ৯ জন, শার্শায় ৫ জন, চৌগাছায় ১ জন, বাঘারপাড়ায় ১ জন ও অভয়নগরে রয়েছেন ৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৩ শতাংশ।

জাহিদ হাসান/এনএ