ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য মানবিক সহায়তা বাক্স

ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন। ভিক্ষুকদের সহায়তার জন্য উপজেলার সরকারি বিভিন্ন কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে ভিক্ষুক পুনর্বাসন ও মানবিক সহায়তা বাক্স।

সরকারি সেবা নিতে আসা সমাজের বিত্তশালী ব্যক্তিরা এই বাক্সে সহযোগিতা করতে পারবেন।

জানা গেছে, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কার্যালয়ে এই সহায়তা বাক্স বসানো হয়েছে।

যেখানে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে সরকারি সেবা নিতে আসা বিত্তশালীরা এ মানবিক সহায়তা কার্যক্রমে অংশীদার হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সংগ্রহ করা অর্থে উপজেলার ভিক্ষুকদের পুনবার্সন করা হবে।

এমএসআর