জরিমানার ২৫ শতাংশ টাকা সাংবাদিক কাইয়ুম উল্লাসের হাতে তুলে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ

মাস্ক নিয়ে প্রতারণা করায় ইন্টারনেটভিত্তিক অনলাইন শপিং পোর্টাল দারাজ ডটকমকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস তাদের জরিমানা করে। সিলেটের সাংবাদিক কাইয়ুম উল্লাসের মাস্ক নিয়ে প্রতারণার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।

সাংবাদিক কাইয়ুম উল্লাস বলেন, গত বছরের নভেম্বর মাসে দারাজ থেকে পাঁচ কেএন-৯৫ মাস্ক অর্ডার করি। কিন্তু দারাজ আমার জন্য পাঁচটির বদলে চারটি মাস্ক পাঠায়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলেও সঠিক কোনো জবাব পাইনি। যে কারণে আমি দারাজের প্রতারণার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা করেছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, কাইয়ুম উল্লাস দারাজের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা করেছিলেন। দুই দফা শুনানি শেষে দারাজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক দারাজকে আট হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারীকে জরিমানার ২৫% টাকা হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিক কাইয়ুম উল্লাস বলেন, জরিমানার ২৫ শতাংশ টাকা আমি পেয়েছি। কিন্তু আমি চাইব, ভবিষ্যতে যাতে আর কারও সঙ্গে এমন প্রতারণা না করে দারাজ। 

এএম