নেত্রকোনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১ জনে।

তবে শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬৬ জন। রোববার (৮ আগস্ট) সকালে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া জানান, ২৪ ঘণ্টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে বারহাট্টা উপজেলার ৬০ বছর বয়সের এক নারী যান। এছাড়া একই সময়ে জেলার ২৮৩ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, পূর্বধলায় ২, বারহাট্টায় ৫, আটপাড়ায় ৩, মদন উপজেলায় ২, কেন্দুয়ায় ৬ জন, দুর্গাপুর  উপজেলায় ১২, মোহনগঞ্জ উপজেলায় ১ এবং কলমাকান্দা উপজেলায় ১ জন রয়েছেন।

জিয়াউর রহমান/এমএসআর