নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান উল্টে নারীসহ নিহত পাঁচজনের নাম-পরিচয় শনাক্ত করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন টাঙ্গাইল সরাতৈল এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আল মামুন (৩২), মেহেরপুর সাহারবাটি এলাকার জাহান নবীর ছেলে জসিম উদ্দিন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার নাহারুলের ছেলে শহিদুল ইসলাম, শামসের মোল্লার ছেলে আফফান মোল্লা এবং আরিফা খাতুন।

ওসি বলেন, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ভ্যানে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন ছয়জন।

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর আগে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহত ছয়জনের তথ্য নিশ্চিত করলেও পরে এই প্রতিবেদকের কাছে পাঁচজনের তথ্য জানান।

তাপস কুমার/এনএ