ফরিদপুরে সেই কুমিরটি ধরে বেঁধে রেখেছে এলাকাবাসী
ফরিদপুর সদরের ডাঙ্গী গ্রামের এক জলাধার থেকে বিরল প্রজাতির একটি কুমির ধরেছে এলাকাবাসী। সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ওই এলাকার কয়েকজন বাসিন্দা কুমিরটিকে আটক করে। কুমিরটির আনুমানিক দৈর্ঘ্য সাড়ে সাত ফুট এবং ওজন প্রায় ৮০ কেজি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, দুপুরে এলাকাবাসী কুমিরটি আটক করে। এরপর বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পালকে জানানো হয়েছে। তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
ফরিদপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি ঢাকা পোস্টকে বলেন, কুমিরটি এলাকাবাসীর হাতে আটক হওয়ার খবর তিনি পেয়েছেন। কুমিরটির দায়িত্ব এখন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। তারাই পরবর্তী ব্যাবস্থা নেবে।
বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, কুমিরটি নিয়ে আসার জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি দল ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি বলেন, কুমিরটি মিঠা পানির এবং বিরল প্রজাতির। এটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে কুমিরটি চর এলাকার একটি জলাধারে দেখেন এলাকাবাসী। এরপর কুমিরটিকে কয়েকবার ধরার চেষ্টা করা হলেও বার বার জাল ছিঁড়ে বের হয়ে যাওয়ায় আতঙ্কে ছিল এলাকাবাসী। এরপর এলাকায় মাইকিং করে সর্ব সাধারণকে ওই জলাশয়ে না নামার পরামর্শ দেওয়া হয়েছিল।
এমএএস