নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৬ জনে। এ সময় নতুন করে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯০৪ জন।

সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৮৩৫টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৪৮ জন, সুবর্ণচরে তিনজন, বেগমগঞ্জে ৩৫ জন, সোনাইমুড়ীতে ৫৯ জন, চাটখিলে ৬৯ জন, হাতিয়ায় একজন, সেনবাগে ২২ জন, কোম্পানীগঞ্জে ৩৩ জন এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯০৪ জন। এর মধ্যে সদরের ৬ হাজার ৪৩ জন আর বিভিন্ন উপজেলার ১১ হাজার ৮৬১ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। যার মধ্যে সদরের ৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৭০ জন রয়েছে।

হাসিব আল আমিন/এসপি