চাঁদপুরে করোনা ওয়ার্ডে প্রাণ হারালেন আরও ছয়জন
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার নূরজাহান (৬৫), মতলব দক্ষিণের দীঘলদীর সাফিয়া বেগম (৭৫), চাঁদপুর সদর উপজলোর মাজেদা বেগম (৬৪) ও হাইমচরের চরকৃষ্ণপুরের রওশন আরা (৫৫)।
এছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের দেলোয়ার (৫৪) ও ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকার মজিবুর রহমান (৫০)।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, কয়েকদিনের পরিসংখ্যানে মৃত্যু সংখ্যা ওঠানামা করলেও শনাক্ত অনুযায়ী সংক্রমণের হার কমেছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৯৯ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার।
শরীফুল ইসলাম/এমএসআর