লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসির আরাফাত প্রিন্স (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ভাদাই ইউনিয়নের খোর্দ চন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রিন্স ওই গ্রামের নবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে নিজেদের গরুর খামারে কাজ করছিল কিশোর ইয়াসির। এ সময় গরুর জন্য পানি সরবরাহ করতে সেচপাম্পের সুইচ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিয়াজ আহমেদ সিপন/এমএসআর