বরিশালে করোনায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৬৬৯
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৭ ও করোনায় ১০ জন রোগী মৃত্যুবরণ করেছেন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ। এ সময়ে শনাক্ত হয়েছেন ৬৬৯ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩০৫ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ হাজার ১৭১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ১৭৭ জন। ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৮৭ জন।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯১ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯১০ জন।
বিজ্ঞাপন
ভোলা জেলায় নতুন ৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫ হাজার ১৭৬ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪০ জন।
পিরোজপুর জেলায় নতুন ৯৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৭৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার একজন।
বরগুনা জেলায় নতুন ৫৮ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪০০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২০২ জন।
ঝালকাঠি জেলায় নতুন ২৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৬ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন উপসর্গ নিয়ে ও চারজন করোনা রোগীসহ মোট ১১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন।
এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে একজন, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভোলা সদর হাসপাতালে তিনজন এবং মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২১ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২১৫ জন চিকিৎসাধীন রোগী আছেন।
যার মধ্যে ৬৯ জনের করোনা পজিটিভ, ১৪৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৮ জন পজিটিভ হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২১ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১২ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩৮৮ জন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৩৫৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৩ জন।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর