চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে চান্স পেয়েছে এক বালক। এছাড়াও ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। 

জানা গেছে, গত সোমবার (১১ জানুয়ারি) একযোগে দেশের সব সরকারি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। ওইদিন বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। ফলাফলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বালকের নাম এসেছে। 
সংশ্লিষ্টরা বলছেন, ফরম পূরণের সময় ভুল করায় এমন হতে পারে। ওই বালককে বালিকা বিদ্যালয়ে ভর্তি করা হবে না।

অপরদিকে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে দেখা গেছে একই ছাত্রের নাম একাধিকবার এসেছে। এই নামের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর, ক্লাস, গ্রুপ ও শিফটের সকল তথ্য হুবহু একই রকম। এ ঘটনায় অনলাইনে লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ নিয়ে অভিভাবকদের মধ্যে  আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্ন উঠছে অনলাইনে লটারি কার্যক্রম নিয়ে। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, কোনো কারণে একজনের নাম একাধিকবার আসতে পারে। তবে একজন একবারই ভর্তি হওয়ার সুযোগ পাবে। 

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, যে কোনো কারণে একজনের নাম একাধিকবার আসতে পারে। তবে ভর্তির সময় ছাড়া আমরা প্রকৃত বিষয়টি বুঝতে পারছি না। ভর্তির সময় বোঝা যাবে এক ইউজার আইডি নিয়ে একজনের নাম একাধিকবার কি-না। তাছাড়া একই নামের অনেকেই থাকতে পারে। যদি একজনের নাম একাধিকবার আসে, তাহলেও ভর্তি একবারই হতে পারবে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির তালিকায় এক বালকের নাম এসেছে বলে শুনেছি। তালিকা থেকে তাকে বাদ দেওয়া হবে। আর ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ে একজনের নাম একাধিকবার আসলে ভর্তি একবারই হবে। আসন ফাঁকা থাকলে ওয়েটিং লিস্টে থাকা নাম থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরএআর