বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা সংকটের কারণে বুধবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার কোনো টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়নি। সিভিল সার্জন  ডা. অং সুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

টিকার সরবরাহ শুরু হলে আবার বান্দরবানে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কেন্দ্র থেকে অনেককেই টিকা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। টিকা না পাওয়া লোকজন অভিযোগ করেন, নির্দিষ্ট সংখ্যক টিকা প্রদান করায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকা নিতে পারেননি। 

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, জেলায় গত পাঁচ দিনে প্রতিটি কেন্দ্রে ৩০০ জন করে ২৫ হাজারের অধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু উপস্থিতির সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ায় অনেকেই লাইনে দাড়িয়ে বা কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারেননি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১২ আগস্ট) আরও টিকা আসার কথা রয়েছে। সেগুলো আসলে বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে জনসাধারণকে টিকা দিতে পারব।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে দ্বিতীয় পর্যায়ে সিনোফার্মার টিকা দেওয়া শুরু হয়েছে। ২১ হাজার ২ জন প্রথম ডোজ এবং ১৬ হাজার ৪৩৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। 

সকালে সদর হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শতাধিক নারী-পুরুষ টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেরই হাতে জাতীয় পরিচয়পত্র। এদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। রেজিস্ট্রেশন না থাকায় অনেকেই টিকা না দিয়ে ফিরে গেছেন। তবে অনেক কেন্দ্রে আবার লক্ষ্যমাত্রা অনুযায়ী লোক লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। 

টিকা না পেয়ে ফিরে আসা পৌর এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, লাইনে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর জানানো হলো টিকা শেষ। পরে টিকা নিতে আসতে বলল। এটা ঠিক হয়নি।

রিজভী রাহাত/আরএআর