টাঙ্গাই‌লের মির্জাপু‌রে খেল‌তে গি‌য়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। মৃতরা সম্প‌র্কে চাচা‌তো ভাই‌বোন। বুধবার (১১ আগস্ট) দুপু‌রের দি‌কে উপ‌জেলার ফ‌তেপুর ইউ‌নিয়‌নের থলপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

মৃত শিশু সামিয়া আক্তার (৪) থলপাড়া গ্রা‌মের ছা‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে ও সিফাত মিয়া (৫) ‌ফি‌রোজ মিয়ার ছে‌লে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ‌তেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া।

তিনি জানান, সকালের দি‌কে বাড়ির পাশের দিঘির পা‌ড়ে খেলা করছিল সামিয়া ও সিফাত না‌মের দুই শিশু। খেলার একপর্যা‌য়ে ওই দুই শিশু পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে বা‌ড়ির লোকজন তা‌দের দেখ‌তে না পে‌রে ‌বি‌ভিন্ন জায়গায় খোঁজাখুঁজি কর‌তে থা‌কেন।

প‌রে কোথাও না পে‌য়ে ওই দিঘিতে খুঁজ‌তে থা‌কেন তারা। প‌রে জাল ফে‌লে তা‌দের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশু‌কে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

অভিজিৎ ঘোষ/এমএসআর