অবশেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ৫ শয্যাবিশিষ্ট কোভিড আইসিইউ ইউনিট। বুধবার (১১ আগস্ট) দুপুরে দুইজন রোগী ভর্তি হওয়ার মাধ্যমে আইসিইউ কার্যক্রম শুরু হয়।

সমাজসেবক আইনজীবী মুশফিকুর রহমান তুহিন বলেন, পটুয়াখালীবাসীর বহুদিনের প্রত্যাশিত ৫ বেডের আইসিইউ চালু হয়েছে। এতে আর কোনো মানুষকে বরিশাল যেতে হবে না।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতালে ৫ শয্যাবিশিষ্ট কোভিড আইসিইউ চালু করার আগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন,  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে ২ জন রোগী ভর্তি হওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হলো।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর