জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও সামাজিক বনায়ন কর্মসূচি উপলক্ষে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি কর্তৃক দেশব্যাপী সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাজবাড়ী এসপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ ও পুনাক শাখা।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা থেকে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ। পরে পুলিশ সুপারের কার্যালয়ে ফলদ, বনজ গাছ রোপণ করেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, পুনাকের রাজবাড়ী জেলার সভানেত্রী তামান্নুর মোস্তারীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুনাকের কর্মকর্তারা।

মীর সামসুজ্জামান/এমএসআর