কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ডেইলপাড়া সংলগ্ন সাগরে ৮০ কেজি ওজনের একটি ভোল মাছ বড়শিতে ধরা পড়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের বড়শিতে মাছটি ধরা পড়ে।

বুধবার (১১ আগস্ট) বিকেলে মাছটি নিয়ে আব্দুর রহমান বাজারে পৌঁছালে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। এ সময় আব্দুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকায় স্থানীয়রা মাছটি কিনে নেন। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, মূলত মাছটির আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা। কিন্তু এলাকাবাসী এটি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে দেয়নি। তারা নিজেরা ক্রয় করে ৫০ ভাগে কিনে নিয়েছেন। তাই হয়তো দামটা একটু কম হয়েছে।

আব্দুর রহমান বলেন, বুধবার বিকেলে সেন্টমার্টিন ডেইলপাড়া সংলগ্ন সাগরে বড়শি ফেলে নামাজ পড়তে যাই। বড়শির পাশে দুইজন শিশু ছিল। নামাজ পড়ে আসার পর তারা বলে- আপনার বড়শি কয়েকবার টেনে নিয়ে গেছে। পরে বড়শি তুলে দেখি একটি বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি সেন্টমার্টিন বাজারে তুলে নগদ ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। 

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, আমরা সেন্টমার্টিন দ্বীপের ৫০ জন মিলে নিজেরা খাওয়ার জন্য প্রায় ৮০ কেজি ওজনের মাছটি কিনেছি। বড় মাছ আটকা পড়েছে খবর শুনে স্থানীয়রা আনন্দ উল্লাস করেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এ মাছ সাধারণত বিরল প্রজাতির মাছ। এটি গভীর সাগরেই পাওয়া যায়। সেন্টমার্টিনে বড়শিতে এতো বড় মাছ কোনোদিন ধরা পড়েছে বলে শুনিনি। এই মাছটির বৈজ্ঞানিক নাম হল Raiamas bola, ইংরেজি নাম Trout barb, দেশি নাম বোলা বা ভোল মাছ। সম্ভবত অনেক দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নিরাপদ মনে করে মাছটি সেখানে গিয়েছিল।

মুহিববুল্লাহ মুহিব/আরএআর