সিলেটে টিকিট কালোবাজারি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১১ আগস্ট) সকালে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩টি টিকিট (৪৪ আসন) উদ্ধার করা হয়। যার মূল্য ১৫ হাজার ৯৬২ টাকা।

গ্রেফতার নুরুল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম দায়ছড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা। টিকিট কালোবাজারির অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন তিনি।

সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিম হোসেন বলেন, নুরুল দীর্ঘদিন থেকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। বুধবারও স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রি করছেন, খবর পেয়ে রেলওয়ে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৪৪টি আসনের ২৩টি টিকিট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তুহিন আহমদ/এমএসআর