দিনাজপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন নিতে এসে আটকা পড়লেন পার্বতীপুর উপজেলার সাংবাদিক মোস্তাকিম সরকার।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। একই মামলায় শফিকুর রায়হান নামে এক ব্যক্তির জামিনও নামঞ্জুর করেছেন আদালত

এর আগে গত ৭ জুন দিনাজপুর কোতোয়ালি থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুন সাংবাদিক মোস্তাকিম সরকার অনলাইন নিউজপোর্টাল মুক্তিনিউজ২৪.কম এ
দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর বিরুদ্ধে ‘জমি লিখে নিয়ে চাকরি দিলেন বার্তা বাহক পদে’ শিরোনামে একটি সংবাদ করেন এবং সেটির নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। একইভাবে সংবাদটি ফেসবুকে শেয়ার করেন শফিকুর রায়হান নামে এক ব্যক্তিও।

মামলায় আরও বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল বিন্যাসে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দিনাজপুর জেলা পরিষদ তথা সরকার ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়ে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার জামিন নিতে গেলে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএএস