চাঁদপুরে করোনার উপসর্গে হাজতির মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে জ্বর-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে উম্মে হাছিনা (৪১) নামের জেলা কারাগারের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
মৃত হাছিনা কচুয়া উপজেলার রহিমানগরের তালতলি গ্রামের বাসিন্দা মাহবুবের স্ত্রী। কারাগার সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় উম্মে হাছিনাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কচুয়া থানার দুটি মাদক মামলায় উম্মে হাছিনা ১ বছরের বেশি সময় ধরে কারাগারের নারী সেলে বন্দি আছেন। কারাগারে বর্তমানে ৭৪১ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭১৫ জন এবং মহিলা ২৬ জন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালে আনার পর তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর ওই নারী মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মৃত উম্মে হাছিনা প্রসঙ্গে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার এনায়েত উল্যার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
শরীফুল ইসলাম/এমএসআর