রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পরীমণির সঙ্গে একই প্রিজন ভ্যানে আদালত থেকে মৌকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে রজনীগন্ধা ভবনে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দিদের ভবনে পাঠানো হবে।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র সুপার আব্দুল জলিল জানান, চিত্রনায়িকা পরীমনি ও মডেল মরিয়ম আক্তার মৌকে এই কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মহামারিকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪দিন থাকতে হবে। করোনার উপসর্গ দেখা না দিলে পরে তাদের সাধারণ বন্দিদের ভবনে পাঠানো হবে।

গত ১ আগস্ট গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে নিজ বাসা থেকে মৌকে ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

এদিকে পরীমনি ও মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেফতার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুব মহিলা নেত্রী শামীমা নূর পাপিয়াও এই কারাগারে বন্দি রয়েছেন। 

শিহাব খান/এমএইচএস