কুমিল্লায় নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের খাল থেকে ১৯ দিনের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মা রত্না আক্তারকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে কুমিল্লা সদর উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রথম সন্তান মেয়ে হওয়ায় তাকে খালে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন মা রত্না আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবার। পরদিন শুক্রবার সকালে শিশুটির মরদেহ খালে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির মা তাকে খালে ফেলা দেয়। এরপর নিজেই চিৎকার করে পরিবারের মানুষ জড়ো করে কান্নাকাটি করে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা রত্না আক্তারের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে থানায় নেওয়া হয়। পরবর্তীতে তিনি হত্যার দায় স্বীকার করেন। ওই শিশুর দাদা বাচ্চু মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এসপি