পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুর থেকে শনিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ২ জন।

উপসর্গে মৃতরা হলেন সদরের মকসেদ আলীর স্ত্রী আলেয়া আক্তার (৬২) ও ফরিদপুরের ডেমরা এলাকার জামাত আলীর ছেলে আব্দুল আলিম (৭০)।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৭৭১ জনের নমুনায় ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৩০ শতাংশ।

১ লাখ ৪২ হাজার ৩৬৫ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ২৬৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৮ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৩০০ জন।

৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৮২ দশমিক ৯৮ শতাংশ।

রাকিব হাসনাত/এমএসআর