সংকট মেটাতে ও দামের লাগাম টেনে ধরতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরইমধ্যে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলেও বাজারে এর তেমন প্রভাব দেখা যায়নি। হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (১৪ আগস্ট) দুই ট্রাকে ২৩ হাজার ৫৬২ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। তারপরও স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। 

রোববার (১৫ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে কাঁচামরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। অন্যদিকে তিন দিন আগে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি কাঁচামরিচ কিছুটা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। 

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা বেলাল নামের এক ক্রেতা জানান, কাঁচামরিচ আমদানি হচ্ছে শুনে দাম কমবে ভেবেছিলাম। বাজারে এসে দেখি দাম একই আছে। আমদানি করার পরও কাঁচামরিচের দাম বেশি হওয়ায় আমাদের বিপাকে পড়তে হচ্ছে। 

হিলির খুচরা বিক্রেতা আব্দুল মজিদ জানান, দেশি কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, তবে আরও দু’একদিন পর দাম স্বাভাবিক হবে বলে আশা করছি। আমদানি মাত্র শুরু হওয়ায় ১২০ টাকা কেজি দরে এলসির মরিচ বিক্রি হচ্ছে।। 

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন ঢাকা পোস্টকে জানান, শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বন্দরের আমদানিকারক বেশি কাঁচামরিচ এলসি করেছে। সব মরিচ দেশে প্রবেশ করলে দাম আরও কমে আসবে।

সোহেল রানা/জেডএস