চাঁদপুরে করোনা ওয়ার্ডে মারা গেলেন আরও আটজন
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর থেকে রোববার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন।
করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান। তিনি জানান, করোনায় মারা গেছেন ফরিদগঞ্জের পূর্ববড়ালী এলাকার মো. আলী (৭৫)। রোববার রাত আড়াইটার দিকে তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান। শনিবার বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
উপসর্গে মৃতরা হলেন চাঁদপুর শহরের পুরানবাজারের সিরাজুল ইসলাম (৮০), ফরিদগঞ্জের উত্তর চরবড়ালীর হাবিবুল্লাহ (৬৪), মতলব উত্তরের আ. মজিদ মোল্লা (৯০), শহরের বাসস্ট্যান্ড এলাকার রেহানা (৪০), মতলব দক্ষিণের ছায়েদ খান (৬৫), ফরিদগঞ্জের খুরুমখালীর আনোয়ার বেগম (৭০), শরীয়তপুরের সখিপুরের আমাতুন (৬৪)।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে ৭৪৮ নমুনা পরীক্ষায় আর ২৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৫ দশমিক ৬৯শতাংশ।
বিজ্ঞাপন
নতুনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৭ জন।
শরীফুল ইসলাম/এমএসআর