মেয়র ইকরামুল হক টিটু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের শপথ নেওয়াই তাকে শ্রদ্ধার সর্বোত্তম পন্থা হিসেবে মনে করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বাঙালিকে একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় নগরীর নতুন বাজার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ছাত্রলীগ আয়োজিত দরিদ্রদের মাঝে ভোজের উদ্বোধনকালে মসিক মেয়র এসব কথা বলেন। 

এ সময় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং জাতির পিতার হত্যাকাণ্ডে নেপথ্যে যারা কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জোরালো দাবিও জানান মেয়র ইকরামুল হক টিটু। 

অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাফসীর আলম রাহাত, শাহীন আলম, মিয়া মো. নাহিদ মজলিস, মজিদুর রহমান আকাশ, মাজহারুল ইসলাম মবিন, তানজিন করিম হৃদয় ও ফাহিম ফেরদৌস ফুয়াদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, শোক দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে মহানগর ছাত্রলীগ।

উবায়দুল হক/এমএসআর