জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে সাড়ে ৪ হাজার প‌রিবারের মা‌ঝে খাদ্যসহায়তা প্রদান ক‌রা হ‌য়েছে। রোববার (১৫ আগস্ট) চাঁদপুর আউটার স্টেডিয়ামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর আউটার স্টেডিয়া‌মে  খাদ্যসামগ্রী নিতে জড়ো হন হাজার হাজার নারী-পুরুষ। টানা বৃষ্টির মধ্যেই চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থে‌কে খাদ্যসহায়তা প্রদান।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলা‌ল, সহসভাপ‌তি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুর র‌শিদ সর্দার, যুগ্ম সম্পাদক জ‌হিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক আবু না‌ছের বাচ্চু পাটোয়ারী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দেয়। তারা স্বাধীন দেশকে পিছিয়ে দিতে জাতির জনককে সপরিবারে হত্যা করে। একইভাবে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতাবিরোধী চক্র।

শরীফুল ইসলাম/এমএসআর