যুব ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মডার্নার কাছে পাত্তাই পেল না সিনোফার্ম। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল সিনোফার্মের জালে ঢুকিয়ে জয় নিশ্চিত করে মডার্না। 

সোমবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী খালপাড় সংলগ্ন মাঠে ম্যাচ শুরু হয়ে শেষ হয় সোয়া ৬টায়। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ফাউন্ডেশনের সভাপতি ও মডার্না একাদশের অধিনায়ক শাওন আহমেদ।

মূলত করোনা প্রতিরোধে টিকা গ্রহণে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে যুব ফাউন্ডেশন এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। চমকপ্রদ বিষয় হলো টুর্নামেন্টে ফাইজার, মডার্না ও সিনোফার্ম নামে তিনটি টিম অংশ নেয়। 

টুর্নামেন্টের শুরুর ম্যাচ অনুষ্ঠিত হয় রোববার (১৫ আগস্ট)। ওই ম্যাচে ১-০ গোলে ফাইজার একাদশকে হারায় অপরাজিত মডার্না একাদশ। আজ সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত খেলায় সিনোফার্মকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখে মডার্না।

মডার্না একাদশের অধিনায়ক শাওন আহমেদ বলেন, খেলাটি নিছক প্রীতি ম্যাচ। তবে সামাজিকভাবে এর প্রভাব পড়ছে। যারা খেলা দেখতে এসেছেন তারা মুখে মুখে করোনার টিকার নাম মুখস্ত করে ফিরছেন। অনেকে আগ্রহ প্রকাশ করেছেন শিগগিরই টিকা নেবেন। বস্তুত করোনার টিকা নিয়ে মানুষের মাঝে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তা দূর করতেই আমরা আয়োজন করেছি ফুটবল টুর্নামেন্টের। আমরা খেলা শুরুর আগে এবং বিরতির সময় উপস্থিত দর্শকদের টিকার ব্যাপারে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দিয়ে উৎসাহিত করেছি।

খেলার রেফারি সৌরভ বলেন, টুর্নামেন্টটি অবশ্যই ভালো লেগেছে এর নামের জন্য। এর মাধ্যমে মানুষের মধ্যে টিকাভীতি দূর হবে। মানুষ টিকা নেবে এই আশা রাখি।

স্থানীয় বাসিন্দা নাইমুর রহমান বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে জনগণের মাঝে একটি ম্যাসেজ পাঠানো হচ্ছে, যেন মানুষ টিকা নিতে আগ্রহী হয়। এছাড়া খেলাটাও আমরা উপভোগ করছি।

যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিএম রাব্বি বলেন, এর আগে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে এসেছে যুব ফাউন্ডেশন। মাস্ক বিতরণ, ইফতার বিতরণ, অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ, করোনার টিকা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেওয়া এবং অসহায় নারীদের সেলাই মেশিন দিয়েছি আমরা। যুব ফাউন্ডেশন স্থানীয় তরুণদের নিয়ে গড়ে তোলা হয়েছে। এতে প্রায় ১০০ তরুণ স্বেচ্ছাশ্রমে বিভিন্ন কল্যাণমুখী কাজ করছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর