বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় ও ২ জন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে আরও ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন আরও ১৫০ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বগুড়ার দুইজন হলেন সদরের তাকলিমা (৪৮) ও হাওয়া (৭০)। এছাড়া বাকি চারজন অন্য জেলার।

ডা. তুহিন জানান, রোববার মোট ৫৪৯ নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় নেগেটিভ, ৯ নমুনায় অ্যান্টিজেন পরীক্ষায় একজন পজিটিভ ছিলেন।

বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় আরও ৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় পাঠানো ২৪৩ নমুনার ফলাফলে ৩৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ বলে জানান তিনি।

নতুন আক্রান্ত ৯১ জনের মধ্যে সদরে ২৯, শেরপুরের ১৪, শিবগঞ্জের ১৩, দুপচাঁচিয়ায় ১১, গাবতলীতে ৮, কাহালুতে ৭, শাজাহানপুরে ৬ এবং সারিয়াকান্দিতে ৩ জন রয়েছেন।

ডা. তুহিন জানান, নতুন আক্রান্ত ৯১ জনসহ জেলায় এ পর্যন্ত ২০ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে ১৫০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৮২ জন। জেলায় ৭২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনায় নতুন ২ জন মারা যাওয়ায় জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর