স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এই সংগঠনের প্রত্যেক সদস্য সেবার মানসিকতা নিয়ে সব সময় মাঠে থাকেন। বন্যা-খড়া, করোনাভাইরাস দুর্যোগসহ যেকোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা গণমানুষের সেবা দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয় না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। তার অন্যন্য উদাহরণ— নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ।

সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে দল থেকে বহিষ্কার করা হয় উল্লেখ করে নির্মল রঞ্জন গুহ বলেন, কোনো ব্যক্তির দায়িত্ব দল নেয় না, সরকার নেয় না। স্বেচ্ছাসেবক লীগের কোনো কর্মী বা নেতা অনৈতিককাজে লিপ্ত থাকার অভিযোগ উঠলে দল তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মাদারীপুর জেলা কমিটির সভাপতি মিরাজ হোসেন খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম তানভীর প্রমুখ।

এমএসআর