পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান। এ সময়ে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১৭ শতাংশ। 

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন- আটঘরিয়ার শাকুরিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মহির উদ্দিন ( ৬১), ঈশ্বরদীর দাশুড়িয়ার রাজু মোল্লার ছেলে ইজিবর রহমান (৭৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশু প্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৯৮৫ জনের নমুনায় ৫১  জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ১৭ শতাংশ।

পাবনায় মোট ১ লাখ ৪৪ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৩৮ জনের। করোনায় মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৮০০ জন। বর্তমানে তিন শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৫০ শতাংশ আর সুস্থতার হার ৮৩ দশমিক ১৭ শতাংশ।

রাকিব হাসনাত/এসপি