দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কর ফাঁকি দিয়ে ৩টি ট্রাকে আনার (ডালিম) ফল আমদানি করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে সোনামসজিদ চেকপোস্টে ৩টি ট্রাকে ৪৯১১ কেজি অতিরিক্ত ডালিম ফল আনায় জব্দ করে বিজিবি।

পরে কাস্টমস আইনে মামলা ও আমদানিকারকের থেকে জরিমানা আদায় করে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন।

প্রেসবিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্টে ভারত থেকে আমদানি করে বাংলাদেশে আসার পথে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন রয়েছে এমন সন্দেহ ৩টি আনার (ডালিম) ফলের ট্রাক আটক করে বিজিবি। পরে যাচাই করার জন্য স্কেলে পরিমাপ করলে কর ফাঁকি দিয়ে অতিরিক্ত ফল আমদানির বিষয়টি নিশ্চিত হয়।

বিজিবি জানায়, সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মো. হানিফ মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। ভারতীয় আনারভর্তি ফলের ট্রাকের চালান রশিদ অনুযায়ী বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে পরিমাপ করে ৩টি ট্রাকে অতিরিক্ত ৪৯১১ কেজি আনার ফল পাওয়া যায়।

যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭৮ হাজার ৬৪০ টাকা। পণ্যচালানটি কাস্টমসের অনুকূলে বাজেয়াপ্ত করে স্থলবন্দর কাস্টমস আমদানিকারকের ওপর ৫ লাখ ৯ হাজার ৮২৬ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়েরের পর ভারতীয় ট্রাকগুলো বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ছেড়ে দেওয়া হয়।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা আরও জানান, করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএসআর