গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াবাজারের তালতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহাবুবুর রহমান (২৫), করিম মিয়া (৪০) ও ভুট্টু মিয়া (৩৬)। গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রংপুর থেকে ছেড়ে আসা পায়েল পরিবহন নামে দ্রুতগামী বাস ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় তিনজন নিহত হন।
ওসি খাইরুল ইসলাম আরও বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/এমএসআর