রাজশাহী বিভাগে আরও ৮ জনের প্রাণ নিল করোনা
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৫৩০ জন। শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে এখন পর্যন্ত ৯৩ হাজার ৬১৯ জনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ১৪০ জনের শনাক্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড এটি।
বিজ্ঞাপন
এদিন পাবনায় ১৩৬ জন, রাজশাহীতে ৮৮, বগুড়ায় ৩৯, নাটোরে ২০, সিরাজগঞ্জে ১৯, নওগাঁয় ১৪, জয়পুরহোটে ৮ এবং চাঁপাইনবাবগঞ্জে চারজনের করোনা ধরা পড়েছে।
এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৩ হাজার ১২৩ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৭ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ৭৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ হাজার ৩৯৯ জন।
বিজ্ঞাপন
গত এক দিনে বগুড়ায় চারজন, রাজশাহীতে তিনজন এবং নাটোরে একজন মারা গেছেন। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৬৩৯ জন, রাজশাহীতে ২৮২, নাটোরে ১৫৪, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নওগাঁয় ১৩১, সিরাজগঞ্জে ৮৫, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন করোনায় মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর