কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ১২ ঘণ্টার ব্যবধানে ৭ ফুট দৈর্ঘ্যের আরেকটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে কুয়াকাটা পশ্চিম সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি দেখতে পান। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি স্থানীয়দের ডলফিনটিকে নিরাপদ স্থানে বালুচাপা দেওয়ার নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেজের অংশে জাল পেঁচানো ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিজ্ঞাপন
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এর আগেও ইরাবতি, পরপয়েশ ও শুশুক প্রজাতির বেশ কয়েকটি ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর সঠিক কারণগুলো গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন। বন্য প্রাণী আইনে জটিলতা থাকায় ডলফিনটি বালুচাপা দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার (২০ আগস্ট) দুপুরে সৈকতের গঙ্গামতি ও ঝাউবাগান পয়েন্টে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ইরাবতি প্রজাতির ডলফিন ভেসে আসে।
বিজ্ঞাপন
কাজী সাঈদ/আরএআর