শেরপুরে বিটিসিএলের কন্ট্রোল রুমে আগুন, টেলিফোন সেবা বন্ধ
শেরপুরে বিটিসিএল ভবনের কন্ট্রোল রুমে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএলের শেরপুর শাখার সহকারী ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কন্ট্রোল রুমে থাকা দুটি এসি, ১ হাজার ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিনসহ আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কন্ট্রোল রুম বিকল হওয়ায় আপাতত বন্ধ রয়েছে জেলার টেলিফোন সেবা।
বিজ্ঞাপন
জামালপুর জোনের উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি ঢাকা হেডকোয়াটার থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সব মিলে প্রায় ৬০-৭০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে পুরো জেলায় টেলি যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
জাহিদুল খান সৌরভ/এসপি