সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম।

এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুপুরে সাভারের ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামের সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

পুলিশ জানায়, সোহেল রানা তাদের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। সেপটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল। তারা দুইজন দুপুরে ট্যাংকের মুখ খুলে পরিষ্কার করতে নামে। সেখানে বায়োগ্যাস জমে থাকলে তারা গুরুতর অসুস্থ হন। পরে তাদের সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম ঢাকা পোস্টকে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মাহিদুল মাহিদ/এমএসআর