চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন।

সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার আশিকাটি গ্রামের মো. রফিকুল ইসলাম (৬৫) ও একই উপজেলার বহরিয়া এলাকার কোটরাবাদ গ্রামের শাহিদা বেগম (৬০)।

এ ছাড়া করোনার উপসর্গে মৃতরা হলেন ফরিদগঞ্জের রূপসা এলাকার শামসুন্নাহার (৪৭) ও একই উপজেলার কালিরবাজার এলাকার হর্নিদুর্গাপুর গ্রামের ইব্রাহিম (৪৫)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ১৩৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২ হাজার ৪৮২ জনকে।

বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৮ জন, জানান তিনি।

শরীফুল ইসলাম/এনএ