ফজরের নামাজ শেষে গিয়েছিলেন হাঁটতে। কিন্তু পথে ট্রাকচাপায় প্রাণ গেল ইব্রাহিম মোল্যা (৩০) নামে এক যুবকের। বুধবার (২৫ আগস্ট) সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম মোল্যা মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর গ্রামের মৃত ছিরু মোল্যার ছেলে। তার দুই কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাঁশিনাথপুর চারাবটতলা মসজিদে ফজর নামাজ শেষে হাঁটতে বের হন ইব্রাহিম। এ সময় ঝিনাইদহগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকচালককে এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসপি