সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিল্লাত

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিল্লাত ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার মেতিনীকান্দা এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

নুরুল মিল্লাত অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদেরকে মারধর করে বের করে দিয়েছেন। নৌকায় ভোট দিতে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এ নির্বাচন থাকার কোনো প্রয়োজন নেই। 

কুলিয়ারচর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ১২টি ভোটকেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার ভোট দিচ্ছেন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও বিএনপি মনোনীত প্রার্থী নূরুল মিল্লাতপ্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুলিয়ারচর পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন ম্যাজিস্ট্রেট ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েনের করেছে নির্বাচন কমিশন।

এর আগে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার আলী । শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদরাসা রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। 

এছাড়াও রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামানিক। ভোটকেন্দ্রে ভোটদানে বাধা এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। 

আরএআর