বেনাপোলে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান আটক
বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর গেট এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নকল ওষুধসহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের উপ কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে এ ওষুধের চালানটি আটক করা হয়।
শামিমুর রহমান জানান, বন্দরের সিজিসি ৯ নম্বর গেট এলাকায় বিপুল পরিমাণ নকল ওষুধ পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যান অবস্থান করছে- এমন খবর পেয়ে কাস্টমস সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের মধ্য থেকে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়। আটক ওষুধের মধ্যে রয়েছে রেকন, প্যান্ডোভির, রেমিভির ইত্যাদি। এসব ওষুধ কিছু ভারতে ও কিছু বাংলাদেশে তৈরি বলে গায়ে লেখা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে খবর নিয়ে জানা গেছে আটক ওষুধগুলো নকল। এর আগে অভিযানের খবর পেয়ে কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যান চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আরএআর
বিজ্ঞাপন