বাবার দাফন শেষে এলো প্রবাসী ছেলের মৃত্যুর খবর
বাবা হামিদ হোসেন ও ছেলে সোহেল হোসেন
শ্বাসকষ্টজনিত রোগে মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হামিদ হোসেনকে দাফনের পরই এসেছে তার প্রবাসী ছেলে সোহেল হোসেনের মৃত্যুর খবর। একইদিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হামিদ হোসেন নাসিরনগর উপজেলার কুন্ডা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। আর তার ছেলে সোহেল সাইপ্রাসে থাকতেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, হামিদ হোসেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে মারা যান তিনি।
অন্যদিকে সাইপ্রাসে থাকা ছেলে সোহেল করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে সেখানকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার দুপুরে হামিদ হোসেনের মরদেহ দাফন করার পর সোহেলের মৃত্যুর খবর পায় তার পরিবারের লোকজন।
বিজ্ঞাপন
হামিদ হোসেনের ভাতিজা ইমরান জানান, হামিদ হোসেনকে দাফন করে বাড়িতে আসার পরই সাইপ্রাস থেকে সোহেলের মৃত্যুর খবর আসে। সাত বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস যান সোহেল। পড়াশোনার পাশাপাশি একটি ক্লাবে কাজ করতেন তিনি।
আজিজুল সঞ্চয়/আরএআর