শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করেই স্বাধীনতার ডাক দেননি। তিনি তার জীবনের দীর্ঘ পথপরিক্রমায় একটি স্বাধীন মানচিত্রের স্বপ্ন দেখেছেন। তিনি ধাপে ধাপে বাঙালিকে স্বাধীনতার জন্যে গড়ে তুলেছেন। তার জন্য প্রথমে তিনি নিজেকে প্রস্তুত করেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সব অর্জনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এবং সামাজিক ব্যাধি দূর করতে ছাত্রলীগ অবদান রাখছে। ছাত্রলীগের এই প্রজন্মের সবাইকে স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী জানতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

শরীফুল ইসলাম/এমএসআর