মুন্সিগঞ্জের লৌহজংয়ে বেসরকারি উদ্যোগে প্রায় ১২৫ একর জমির ওপর নির্মিত আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গরুর খামার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত। খামারটির নাম ডাচ ডেইরি ফার্ম। শনিবার (২৮ আগস্ট) দুপুরে তারা খামারটি পরিদর্শন করেন।

তিন রাষ্ট্রদূত হলেন- ব্রাজিলের জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র, কসোভোর গুনার ইউরিয়ার ও মালদ্বীপের শিরুজিমাত সামির। এ সময় ডাচ ডেইরি লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন। 

জানা গেছে, খামারটিতে বর্তমানে দেশি-বিদেশি ১২ শতাধিক গরু পালন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। বর্তমানে খামারটিতে প্রতিদিন ২ হাজার ২০০ লিটার দুধ উৎপাদন হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেন, বাংলাদেশ এখনো দুগ্ধ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়। যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে তত কম আমদানি করতে হবে। এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে। ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি আদর্শ ও মডেল খামার। ব্রাজিলের আবহাওয়া বাংলাদেশের চেয়েও বেশ গরম। আমি বিশ্বাস করি ব্রাজিলের গবাদিপশু এখানে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং তারা বেশ উৎপাদনশীল হবে।

ব.ম শামীম/আরএআর