পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে উপসর্গে মারা গেছেন ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় একজন মারা গেছেন।

উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সদরের বাংলাবাজার এলকার আব্দুর জব্বারের স্ত্রী আকলিমা খাতুন (৪০), এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সদরের একজন মারা গেছেন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৫৭৬ নমুনায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৭৮ শতাংশ।

১ লাখ ৫৫ হাজার ৪৯৩ জনের ফলাফলে মোট শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩১ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৩১ জন। ৩০০ রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কেএম আবু জাফর ঢাকা পোস্টকে বলেন, করোনা সংক্রমণ ও মৃতের হার আগের চেয়ে অনেকাংশে হ্রাস পেয়েছে। তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশংকা করেন তিনি। 

রাকিব হাসনাত/এমএসআর