নিহত আল-আমিন

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিন দিন পর আল-আমিন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডী এলাকার পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার হয়।  

নিহত আল-আমিন উপজেলার বলধারা ইউনিয়েনের বড় বাঁকা গ্রামের প্রাবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, আল-আমিন গত শনিবার (২৮ আগস্ট) সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করার পরও শিশুটির সন্ধান না পেয়ে রাতে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা শহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে উপজেলার বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে দুপুরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, শিশুটিকে হত্যার পর বস্তায় ভরে পরিত্যক্ত ভিটায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।  

সোহেল হোসেন/আরএআর