হবিগঞ্জে বল্লমের আঘাতে প্রাণ গেল কৃষকের
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে কামাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।
বিজ্ঞাপন
জানা যায়, উপজেলার আমড়াখাই গ্রামের কামাল হোসেনের সঙ্গে চাচাতো ভাই নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় কয়েকমাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসে। সালিশ বৈঠকে বিরোধের বিষয়টি সুরাহা হয়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চলাকালীন প্রতিপক্ষের বল্লমের আঘাতে কামালসহ ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি ডালিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর ১টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মোহাম্মদ নূর উদ্দিন/এমএসআর